পাইকগাছায় ডা.শহীদ-উল্ল্যাহ’র ব্যক্তিগত পক্ষ থেকে মসজিদে অনুদান প্রদান ।। news10tv.com
পাইকগাছা প্রতিনিধি : মোঃ ফসিয়ার রহমান।
পাইকগাছার সোলাদানা ইউপির বেতবুনিয়া বাইতুন মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে খুলনা জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বি এম এ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মোহাঃ শেখ শহীদউল্ল্যাহ ব্যক্তিগত তহবিল থেকে দশ হাজার টাকা অনুদান দিয়েছেন।
২৯ই জানুয়ারি বুধবার বিকেলে অত্র মসজিদের সভাপতি খানজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরদার ও মসজিদের ইমাম তোফায়েল হোসেন এর নিকট ব্যক্তিগত তহবিলের টাকার চেক তুলে দেন। চেক বিতরণ ও মতবিনিময় কালে ডা.শহিদউল্ল্যাহ বলেন, মসজিদ হল পৃথিবীর সর্বোচ্চ পবিত্র স্থান আর ধর্ম হল সর্বশ্রেষ্ট শাষন ব্যবস্থা। কেউ যদি ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে মেনে চলেন তাহলে সে কোন প্রকার অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হতে পারেনা। এভাবে সমাজের প্রতিটি মানুষ ধর্মীয় অনুশাষন যথাযথভাবে মেনে চললে সমাজ থোকে অন্যায় অত্যাচার দুর করা সম্ভব।
এসময় আরো উপস্থিত ছিলেন এড. শিবু প্রসাদ সরকার, প্রভাষক মনোরঞ্জন মন্ডল, শিক্ষক রফিকুল ইসলাম, ওয়াজেদ আলী সরদার, নাজমুল হোসেন,অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।