পথশিশু কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার স্বেচ্ছাসেবীগণ ২৯ ডিসেম্বর -২০২০ইং তারিখ মঙ্গলবার বিকালে এক পাগলীর সহায়তায় হাত বাড়িয়ে দিলেন |
ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ওই পাগলী বর্তমান যে বাড়িতে থাকে ওই বাড়িতে চাউল, ডাউল, আলু, কম্বল, শীত নিবারণের জন্য গরম শীতের পোশাক, ও কাপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট এবং শুকনা খাবার উপহার হিসেবে প্রদান করেন |
এলাকাবাসী সুত্রে খোঁজ নিয়ে জানা যায় ওই পাগলী কোথায় হতে এসেছে কেউ সঠিক বলতে পারেন না | তিনি বর্তমানে পুর্ব কৈখালি ইউনিয়ন কৈখালি উপজেলা শ্যামনগরে থাকেন এবং মানুষের বাড়িতে খাবার খেয়ে জীবধারণ করেন | তিনি কোন ধরনের কাজ কর্ম করতে পারে না |শীতের পোশাক পেয়ে তিনি ভীষন খুশি হয়েছেন ও ফাউন্ডেশনের সাথে জড়িত সবাইকে বিনম্র ভালবাসা জানান |
পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ইয়াছিন আলী আরিফ বলেন আমরা সকল সহযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের জন্য খাবার এবং শীতের পোশাক দিতে পেরেছি | খাবার ফুরিয়ে গেলে আবার খাবার প্রদান করা হবে | সমাজের সামার্থবান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ রাখছি এবং এই মানুষটি যেন মরনের পুর্ব পর্যন্ত সুন্দরভাবে বসবাস করতে পারেন সেই আহবান সবার নিকট রাখছি, সেই সাথে ফাউন্ডশনের পক্ষ হতে সকলের নিকট দোয়া কামনা চাই যাতে করে আমরা মানুষের সেবা করতে পারি এমন আশা তিনি ব্যক্ত করেন |
এসময়ে উপস্থিত ছিলেন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ইয়াছিন আলী আরিফ, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ইসা বাবু আসাদুজ্জামান সহ প্রমুখ উপস্থিত ছিলেন |