কালিহাতী রেখা মডেল মেডিসিন শপের আয়োজিনে মেডিকেল ফি হেলথ ক্যাম্প ।। news10tv.com
টাঙ্গাইল প্রতিনিধি : রফিকুল ইসলাম।
পৌজান বাজার, কালিহাতী,টাংগাইল, রেখা মডেল মেডিসিন শপ আয়োজিত মেডিকেল ফি হেলথ ক্যাম্প । অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত কালিহাতীর জনক, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহধন্য, কালিহাতী ৫ লক্ষ মানুষের অভিভাবক, জনাব আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, মাননীয় জাতীয় সংসদ সদস্য, টাঙ্গাইলের ০৪ কালিহাতী।
এই মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত আরও ছিলেন ১০ জন মেডিক্যাল অফিসার। মেডিক্যাল ক্যাম্পে সকাল ৮ থেকে বিকাল ৫ টা পযন্ত গরীর ও দুঃখী মানুষের সেবা দিয়েছেন। সাধারণ মানুষ সে ডাক্তারের সেবা পেয়ে খুবই খুশি ও আনন্দ। আয়োজক, ডাঃ মোঃনাহিদ হাসান রাসেল বলেন আমার মতো বাংলাদেশের সব স্থানেই ডাক্তারদেরকে পিছিয়ে পড়া গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, ডাক্তারী সেবা দিতে হবে, সমাজের বিত্তবানদের কে বলব তারা যেন এই সকল ফ্রি ক্যাম্পে ঔষধ দিয়ে সহযোগিতা করেন তাহলে প্রকৃতপক্ষে আমাদের ডাক্তারি ফ্রি ক্যাম্পের সফলতা আসবে।