করোনা নিয়ে কবিতা লিখেছেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমকর্তা ।। news10tv.com
নীলফামারী জেলা প্রতিনিধি : মোঃ মাইনুল হক।
করোনা নিয়ে কবিতা লিখেছেন নীলফামারী সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমকর্তা ( ই পি আই) —- মোঃ আবু তাহের সিদ্দিকী,
করোনা হতে দাও মুক্তি ————————
দয়াময় খোদা তোমায় করি মিনতি,
করোনা হতে মোদের দাও মুক্তি।
চীন দেশের বিখ্যাত শহর উহানে,
সৃষ্টি করলে ভাইরাস মানুষ মারণে।
অজস্র মরছে তোমার সৃষ্ট মানব,
কখনো দেখিনি ভাইরাস এমন দানব।
মৃত্যুপুরী বানাচ্ছে দেশের পর দেশ।
টেনে ধরো খোদা করোনার রেশ।
করোনার কাছে মোরা হয়েছি অসহায়,
মোদের রক্ষায় খোদা করো সহায়।
দিন দিন বাড়ছে লাশের মিছিল,
করোনার সাথে যুদ্ধে হয়েছি কাহিল।
আবালবৃদ্ধবনিতা করছে শুধু করুণ আহাজারি,
তুলে নাও খোদা করোনার মহামারী।
তোমার কাছে মোরা করি আরাধন,
জীবনের সব পাপ করো মোচন।
বুঝতে পারিনা খোদা তোমার কুদরতি,
মোদেরকে করোনা হতে দাও মুক্তি।