“ভালভাসার ডায়রি ”
নাজমা ইসলাম রোজ।
দূরন্ত মনের অনন্ত সীমানায়
ভাবনার অসীম আকাশে,
সায়াহ্নের পশ্চিম দিগন্তে
গাঢ় রক্তিম সীমান্তে,
লিখেছিলাম তোমার নাম।।
হ্রদয়ের কোনে কোনে
রক্তের কনিকায় কনিকায়
শিরায় উপশিরায়,
ধমনীর সুক্ষ্ম জালির
পরতে পরতে প্রবাহিত
তোমার কোমল অনুভূতি।।
ঘুমঘুম চোখে
স্মৃতির পাতায় পাতায়
উড়ান্ত ভাবনা গুলো,
তব হ্রদয় মাঝে,
গেথেঁছিল বাসা
একটু আশায় একটু ভালবাসায়।।
সুখের পরশে
ছোট্র শিশুর ঘুমান্ত
মনের নিষ্পাপ হাসি
আমার মনে ফেলেছিল ছাপ
তোমার কোমল পরশে।।
উতালা করেছিলে মোরে
ভ্রমরার গুনগুন গানে
কুকিলের কুহুতানে,
সুভ্র মেঘের ছায়ায় ঘেরা
পত্র পল্লবে পল্লবিত
তব গাঁয়ে নির্ঝুম কাননে।।
হেরেছি হেতা
ছিলে তুমি যেথা,
মধু মধু কথা,
উরু চুলের স্নিগ্ধ পরশে
দুস্ট চোখের কোমল চাহনী,
হাতে হাত,চোখে চোখ
মনের শিকল ছেড়া হাসি,
উদাস নয়ন,চঞ্চল আঁখি
বুকে বাজে বিষের বাঁশি।
কাল বৈশাখী ঝড়ে
পশ্চিম আকাশে কাল মেঘে
ঢেকে দিলো রক্তিম আভা,
ঝড়ে জড়সর
থেমে গেছে ভ্রমর গুঞ্জন,
পাখির কলতান,
বৃক্ষরাজির স্নিগ্ধ হাসি।।
তোমার মনের আকাশে
কতশত ছায়া,কাল আভা,
নীলছায়া নীল পরশ
হারিয়ে যাচ্ছে অতলে।।
ছুটে গেছে হাত
টুটে গেছে প্রেমের বাঁধ,
ঘুমহীন রাত,
জেগে থাকা পাখির সাথি
চেয়ে চেয়ে দেখি,
নীল আকাশে
তাারার মেলা,চাঁদের খেলা,
আলো ছায়ার মায়াজালে
বন্ধি জনের বিনিদ্র রজনী।।