শিল্পাঞ্চল আশুলিয়ায় “ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স ” শ্রমিক সংগঠনের উদ্যেগে করোনাকালীন চাকুুরিচ্যুত অসহায় শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে ।
শুক্রবার সকাল দশ ঘটিকায় থ্রি এফ’র সার্বিক সহযোগিতায় আশুলিয়ার শিমুলতলা এলাকায় প্রায় ৫০ টি শ্রমিক পরিবারের মাঝে চাউল, ডাউল, তেলসহ এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স’র সাভার -আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ইমন শিকদার জানান, করোনাকালীন সময়ে এ এলাকার অনেক কারখানায় শ্রমিক ছাটাই করা হয়। চাকরিচ্যুত এসব শ্রমিকগন পরিবার পরিজন নিয়ে অত্যান্ত দারিদ্র্যতার মধ্যে দিয়ে মানবেতর জীবন পার করছে। তাদের কষ্ট লাঘবের উদ্দেশ্য, আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং থ্রি এফ’র সহযোগিতায় আমরা প্রায় ৫০ টি শ্রমিক পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছি। আমাদের এ সহযোগিতা পর্যায়ক্রমে চলবে। সেই সাথে সকলকে অসহায় শ্রমিকদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক -মোঃ নুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক -সেহেলি আফরোজ লাভলী, দপ্তর সম্পাদক -নাসিমা ইয়াসমিন, জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আকবর হোসেন মৃধা, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক মোঃ জুলহাস হোসেন ভূইয়া (অপূর্ব) , শ্রমিক নেতা মোঃ অসিম, মোঃ জসিম, মোঃ ওয়াহিদুল, মোঃ জহিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শিল্প পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।